কেন্দ্রীয় কারাগারের কয়েদি ও হাজতী নারী-পুরুষের মাঝে রবিবার বিকেলে ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল সমাজ সেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির পক্ষথেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
কয়েদী ও হাজতীদের হাতে ঈদবস্ত্র তুলে দিয়েছেন অপরাধ সংশোধনী পূর্ণবাসন সমিতির সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসকস্থ প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, সদস্য অ্যাডভোকেট এসএম ইকবাল, সদস্য বিজয় কৃষ্ণ দে, রিয়াজুল কবীর, মহানগর সমাজসেবা কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মোঃ ইউনুস জামান, ডেপুটি জেলার মোঃ ইব্রাহিম, কারাগার হাসপাতাল চিকিৎসক মোঃ শামীম রেজা প্রমুখ। পরে জেলা প্রশাসক বন্দীদের রান্না ঘরসহ বিভিন্নস্থান পরিদর্শন করেন।