আশাশুনি উপজেলার প্রতাপনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে জমির মালিকের পুত্রকে মারপিট করে জখম করা হয়েছে। শনিবার (২ জুন) সন্ধ্যায় প্রতাপনগরে কল্যাণপুরে এ ঘটনা ঘটে।
প্রতাপনগর দক্ষিণ বিলে সাড়ে ৪ বিঘা জমির একটি মৎস্য ঘের মাওঃ ফজলুল হক গাজী নিহত আনোয়ারুল ইসলামকে দুই বছরের জন্য ডীড দেন। কিন্তু পারিবারিক দ্বন্দ্বে আনোয়ারুল ইসলাম নিহত হলে তার স্ত্রী ও নিহতের পিতা মৎস্য ঘের করতে অস্বীকৃতি জানান। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে স্বাক্ষীরেখে কয়েকটি চুক্তি মোতাবেক নিহত আনোয়ারুলের বন্ধু তাহমিদ হোসেনকে ঘেরটি দেওয়া হয়। কিন্তু তাহমিদ হারির টাকা প্রদানে ব্যর্থ হলে জমি মালিক মাওঃ ফজলুল হক ঘেরটি নিজের দখলে নেন। এতে তাহমিদ ও তার সহযোগিরা ফজলুল হকের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তার ভাই ভ্যান চালক আসলামকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে অপমান ও অপদস্থ করেন। শনিবার সন্ধ্যায় মাওঃ ফজলুল হকের পুত্র কুহার (১৮) কল্যাণপুর বাজার থেকে পার্শ্ববর্তী নানার যাচ্ছিলেন। কামরুজ্জামান কাজলের বাড়ির সামনের রাস্তায় পৌছলে সেখানে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা প্রতাপনগরের হাবিবুর রহমান হাবির পুত্র ওই তাহমিদ হাসান (২০), আমজাদ হোসেনের পুত্র আশরাফুজ্জামান সবুজ (২২) ও আবির (১৮), আবদুল হাই গাজীর পুত্র রুহান কুহারের উপর হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় আহত হয়ে কুহার মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থানে পৌছলে হামলাকারীরা কেটে পড়ে। তাৎক্ষণিকভাবে কুহারকে স্থানীয় ডাঃ ইসমাইল হোসেনের কাছে চিকিৎসা দেওয়া হয়।