আশাশুনি উপজেলা শ্রমিকলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার (৩ জুন)। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম জানান, ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক মহোদয়ের প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলসহ আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মাহফিলে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।