আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। রোববার সকালে পরিষদ চত্বরে চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে প্রতি বছর চাউল বিতরণের ব্যবস্থা করে থাকে। এবারও ঈদের পূর্বেই গরীব মানুষের হাতে চাউল পৌছে দিতে চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নে মোট ৩ হাজার ৮ শত পরিবারকে ১৫ কেজি করে চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ট্যাগ কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি। এ সময় ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ, ইউপি সচিব মঞ্জুরুল হক, ইউপি সদস্য আবু হাসান বাবু, হরেকৃষ্ণ মন্ডল, সঞ্জয় সরকার, সরস্বতী রানী সরকার, গোলাম মোস্তফা, আইয়ুব আলি, অনুকূল চন্দ্র বাছাড়, আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।