জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রাম সংলগ্ন সুগন্ধা নদী থেকে রবিবার বেলা দুইটার দিকে সাদ্দাম হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি (সাদ্দাম) লঞ্চযোগে ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়িতে ফেরার সময় নিঁখোজ হন। সাদ্দাম উজিরপুর উপজেলার ওটরা গ্রামের শাহজাহান বেপারীর পুত্র। সাদ্দামের বোনজামাতা মাইনুল ইসলাম জানান, সাদ্দাম ঢাকায় বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থায় সুটিং সহকারীর কাজ করতো। স্বজনদের সাথে ঈদ উদ্যাপনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া রুটের ফারহান-১০ লঞ্চে রওনা হয়। রাতে সাদ্দাম ফোন করে জানায়, লঞ্চে সে অজ্ঞান পার্টির খপ্পরে পরেছে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যদের সাথে তার হাতাহাতি হলে লঞ্চের কর্মচারীরাও তাকে মারধর করেছে। মাইনুল হোসেন জানান, মোবাইল ফোনে এ খবর পেয়ে তিনি সাদ্দামকে এগিয়ে আনার জন্য বানারীপাড়ার মীরেরহাট লঞ্চঘাটে অপেক্ষা করেন কিন্তু সাদ্দাম সেখানে পৌঁছেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রবিবার দুপুরে কেদারপুর গ্রামের লোকজন নদীতে লাশ ভাসতে দেখে বাবুগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে তার (সাদ্দামের) স্বজনরা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র কর বলেন, লাশের পচন দেখে মনে হচ্ছে ২/৩ দিন পানিতে ছিল। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।