কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পরেছে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পীডবোর্ড। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্পীডবোর্ডযোগে তিনি নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে আকস্মিক ঝড় শুরু হয়। এ সময় প্রতিমন্ত্রীর বহরে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি স্পীডবোর্ডও ঝড়ের কবলে পরে।
প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পীডবোর্ড নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ তার সফর সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, রবিবার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পীডবোর্ডে পাঁচ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন। এ সময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পীডবোর্ডে কর্মকর্তাসহ আরও পাঁচজন ছিলেন। তাদের বহনকারী স্পীডবোর্ড দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচন্ড ঢেউয়ের কারণে স্পীডবোর্ড দুটি নদীতীরে নিরাপদস্থানে থামিয়ে রাখা হয়।
পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচন্ড ঝড়ের কবলে পরে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পীডবোর্ড উল্টে যাওয়ার উপক্রম হয়। তখন চালক দক্ষতার সাথে স্পীডবোর্ডটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ তার সফর সঙ্গীরা। প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জনকণ্ঠকে জানান, প্রতিমন্ত্রীকে বহনকারী স্পীডবোর্ড ঝড়ের কবলে পরলেও কারও কোন ক্ষতি হয়নি। তাকে বহনকারী স্পীডবোর্ডটি বেলা একটার দিকে ঘাটে নিয়ে আসলে প্রতিমন্ত্রী সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।