বগুড়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়া পথের দিশা ভাসমান স্কুল ও ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র যৌথ আয়োজনে রবিবার দুপুরে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আবদুল মান্নান আকন্দ।
ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের উপদেষ্টা, পদ্মা ফুডস্ এর স্বত্বাধিকারী মোঃ এমদাদ আহমেদ বাবু, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল আখলাক, বগুড়া যুব শ্রমিকলীগের সভাপতি মোঃ সিজার, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সাধারন সম্পাদক সাংবাদিক প্রতিক ওমর, পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আবদুল গাফ্ফার, হুমায়ন কবির জিয়া, নাহিদ আকতার, গোলাম মোস্তফা, নিরব মিয়া, রবিউল ইসলাম, ডা: ইমরান রাশেদ, এস এম সবুজ মিয়া, নূর ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- নতুন জামা, পোলাও এর সুগন্ধী চাল, লাচ্ছা, চিনি, গুড়ো দুধ, বাদাম, কিসমিস, মসলা, সুগন্ধী সাবান, কাপড় কাচার সাবান। অনুষ্ঠানে রাহুল গ্রুপের পক্ষ থেকে বস্তির ছেলেদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। সোমবার দ্বিতীয় দফায় আরো অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।