বরিশাল জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা মুলাদী-মীরগঞ্জ খেয়াঘাটে খাস কালেকশনের মাধ্যমে দুর্ভোগ নিরসন হওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরলেও অস্বস্তিতে পড়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। দীর্ঘ দিন ধরে চলে আসা মীরগঞ্জ খেয়াঘাটের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধ হওয়ার পর পরই বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদারের খেয়াঘাটে রহস্যজনক উপস্থিতি ও ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। অনৈতিক সুবিধার বিনিময়ে খেয়াঘাটের পূর্ববর্তী ইজারাদারের পক্ষ নিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মীরগঞ্জ খেয়াঘাটে পুনঃরায় যাত্রী হয়রানি ও জনদুর্ভোগ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে মীরগঞ্জ খেয়াঘাটের ইজারাদারগণ বিগত দিনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত, হাতে বহনযোগ্য পন্য নেওয়া-আনায় অতিরিক্ত টাকা আদায়, রিজার্ভ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতি চালিয়ে আসছিলো। এসব অনিয়মের বিরুদ্ধে বরিশাল জেলা পরিষদে অভিযোগ দেওয়া হলে জেলা পরিষদ জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নেয় এবং গত ১লা বৈশাখ থেকে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে টিম গঠন করে খাস কালেকশন শুরু করে। সেখানেও বাবুগঞ্জের পূর্ববর্তী ইজারাদারগণ প্রভাব খাটিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও রিজার্ভ বাণিজ্য চালায়। গত ৩০ মে বরিশাল জেলা পরিষদের সদস্য মোহাম্মাদ আবদুল বারী, মোহাম্মাদ মুনাওয়ারুল ইসলাম ও মোঃ জিল্লুর রহমান মিয়ার তত্ত্বাবধানে মীরগঞ্জ খেয়াঘাটের মুলাদী সংলগ্ন পাড়ে টোল আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ৩১ মে থেকে সেখানে টোল আদায় শুরু হয়। ওই দিন থেকে মীরগঞ্জ খেয়াঘাটে রিজার্ভ বাণিজ্য বন্ধ হয় এবং সাধারণ যাত্রীদের হাতে বহনযোগ্য মালামাল থেকে ভাড়া আদায় বন্ধ করে দিয়ে নির্দিষ্ট সময় পর পর যাত্রী পারাপার শুরু হয়। এতে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। কিন্তু রহস্যজনক কারণে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খেয়াঘাটে উপস্থিত হয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জেলা পরিষদের কেয়ারটেকারসহ ২জনকে কারাদ- দেন। বিগত দিনে মীরগঞ্জ খেয়াঘাটের বিষয়ে কোনো খোঁজখবর না নিয়ে মুলাদী সংলগ্ন পাড়ে টোল আদায়ের ২য় দিনে দুইজনকে কারাদ- দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদারের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ যাত্রীদের ধারণা তিনি পূর্ববর্তী ইজারাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে যাত্রী দুর্ভোগ নিরসন হওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সাধারণ যাত্রীরা অবিলম্বে উপজেলা প্রশাসনের অবস্থানের বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী মানিকহার রহমান জানান মীরগঞ্জ খেয়াঘাটে জনদুর্ভোগ নিরসনকল্পে জেলা পরিষদ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এবং স্থায়ী ভাবে মুলাদী পাড়ে টোল আদায়ের ব্যবস্থা গ্রহণের চিন্তা-ভাবনা চলছে।