সাতক্ষীরা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধ অধ্যক্ষ আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী ও একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল বারী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল জলিলসহ সিনিয়র সাংবাদিকদের উপর গত ৩০ মে যে নজিরবিহীন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ রিপোর্র্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সনৎ গাইন, অসিত সেন, সদস্য নারায়ন চক্রবর্তী রাজিব, লাভলু আক্তার, ফারুক হোসেন লিমন, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, জিএম বারী, আফজাল হোসেন প্রমুখ। এছাড়াও নলতা প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবে ন্যাক্কারজনক হামলার ঘটনায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে আগামি ৩ জুন (সোমবার) সকাল ১০ টায় প্রেসক্লাব সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। ওই কর্মসূচিতে সকল সাংবাদিককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।