নাটোরের সিংড়ার ভাগনাগরকান্দি গ্রামের মেধাবী ছাত্রী লায়লার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। রোববার বিকেলে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল হতে নগদ ১০হাজার টাকা মেধাবী শিক্ষার্থী লায়লার অসুস্থ পিতা সাহাদুল ইসলামের হাতে এই অর্থ তুলে দেন সিংড়ার ইউএনও।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ভ্যান চালক আসাদুল ইসলাম হঠাৎ প্যারালাইজডে আক্রান্তে তার মেধাবী মেয়ে লায়লার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আপাতত এই সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে মেধাবী লায়লার পড়ালেখা যাতে বন্ধ না হয়ে যায় সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলে জানান তিনি।