বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ পৌরসভার ফোকপাল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাপ্পি (২৮) কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির সত্যতা নিশ্চিত করেছেন।