উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দর হস্তক্ষেপে অনিয়ম ভেঙ্গে উপজেলার বাগধা ইউনিয়নে অসহায়দের ঈদুল ফিতরের বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ৩নং বাগধা ইউনিয়ন পরিষদ চত্তরে ওই পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য শাহ আলম বক্তিয়ারের সভাপতিত্বে সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণ পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু মো. সালেহ লিটন।
এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, আবুল কাশেম সরদার, বজলুল হক মন্টু, জেলা পরিষদ সদস্যা পেয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।