নওগাঁর ধামইরহাটে দরিদ্র ও সুবিধা বঞ্চিত দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ পালনে নতুন পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রাণের হাসি। “গরীব-দুঃখী অসহায় যারা- প্রাণের হাসিতে হাসবে তারা” এই ম্লোগানকে সামনে রেখে তরুন শিক্ষার্থীদের সংগঠন প্রাণের হাসির সভাপতি মাশরুফা জান্নাত মিম’র সভাপতিত্বে ২ জুন দুপুর ২ টায় নব-নির্মিত অডিটোরিয়ামে ১৬০ টি পরিবারের শিশুদের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সম্মানিত অতিথি প্রকৌশলী আলী হোসেন, সংগঠনের সহ-সভাপতি আবু সাইদ, সম্পাদক মেহেদী হাসান, সদস্য মাসতুরা মৌনি, খাদিজা মুন্নি, শফিকুল ইসলাম রাজু, আবু ওবায়দাসহ সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য সংগঠনটি ইতঃপূর্বে উপজেলা বাদ কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একই ভারে ঈদের পোশাক বিতরণ করেছিল, আগামি আরও বড় পরিসরে ৮টি ইউনিয়নের সকল দরিদ্র শিশুদের এই সুবিধার আওতায় আনা হবে বলে সংগঠনের সভাপতি মাশরুফা জান্নাত মিম জানান।