বাসায় থাকা শ্বশুর পরিবারের নগদ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে স্বামী। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর কলেজ এভিনিউর ১নং গল্লির এইচ ম্যানশনের ভাড়াটিয়া বাসায়।
নগরীর গোরস্থান রোডের বাসিন্দা রব মিয়ার কন্যা সুমাইয়া বেগম (৩০) জানান, শনিবার সন্ধ্যায় সদর রোডে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় তার স্বামী সিরাজুল ইসলাম রুবেল (৩৬)। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রুবেল পালিয়ে গেছে। সে (রুবেল) ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের কল্যানকাঠি গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র। প্রেমের টানে ১৭ বছর আগে তারা ঘর বাঁধেন। বর্তমানে তাদের ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নগরীর কলেজ এভিনিউর ১নং গল্লির এইচ ম্যানশনে তারা ভাড়া বাসায় থাকতেন।