আবহাওয়া অনুকূলে থাকায় তিন ঘন্টার মধ্যে বরিশালে নৌযান চলাচল আবারও শুরু হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
একই বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে নিরাপত্তার স্বার্থে রবিবার বেলা পৌনে ১২টার দিকে বরিশালে সবধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ। তিন ঘন্টা পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবারও বিকেল তিনটা থেকে বরিশালে সবধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
অপরদিকে বরিশালে বেলা ১২ টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দমকা হাওয়া বইতে শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিপাতের কারণে ঈদ বাজার করতে যাওয়া মানুষগুলো কিছুটা বিরম্বনায় পড়লেও প্রচন্ড গরমে স্বস্তি নেমে আসে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামি ৫ জুন পর্যন্ত বরিশালে হঠাৎ হঠাৎ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যা কখনো মুষলধারে আবার কখনও হালকা আকারে হতে পারে। এ ছাড়া দমকা হাওয়াসহ বর্জ্র বৃষ্টি হওয়ার সম্ভবনাও রয়েছে।