ভেজাল প্রতিরোধ, অতিরিক্ত মূল্য না রাখা, পচা-বাসি খাবার বিক্রি বন্ধ, দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, ক্রেতা ও যাত্রীদের হয়রানী না করার জন্য রমজানের শুরু থেকেই বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক।
এসব অভিযানে প্রতিদিনই নগদ অর্থ জরিমানা কিংবা কারাদ- দিয়েও থামানো যাচ্ছেনা অসাধু ব্যবসায়ীদের। ওইসব কতিপয় অসাধু ব্যবসায়ীরা ভোক্তা ও যাত্রীদের সাথে প্রতারনা করেই আসছে। যেকারণে কঠোর অবস্থানও নিয়েছে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। সর্বশেষ শনিবার (১ জুন) বিকেলে অতিরিক্ত মূল্য রাখায় বরিশাল নগরীর চারটি বিপনীন বিতানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে র্যাব সদস্যদের উপস্থিতিতে নগরীর গীর্জা মহল্লা এলাকায় অভিযান চালিয়ে ক্রয় মূল্যের চেয়ে তিনগুন বেশি মূল্যে পোশাক বিক্রি করা এবং আমদানি করা পোশাকের বৈধ কোনো কাগজপত্র না থাকায় স্মার্ট ফ্যাশনকে পাঁচ হাজার টাকা, বৈশাখী শো-রুমের ম্যানেজারকে ১০ হাজার টাকা, পিটার ইংল্যান্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা এবং নেক্সট প্লাসের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন নগরীর ফলপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে ওই অভিযানে বেশি মূল্যে ফল বিক্রয় করা, পঁচা ও নষ্ট ফল বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তামিম ফুড স্টোরের মালিক ফারুক হোসেনকে পাঁচ হাজার টাকা, আলিম স্টোরের মালিক মামুনকে দুই হাজার টাকা এবং আরিফ ফুড কর্ণারের মালিক আলমগীর হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ওইদিনদিনই জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের হয়রানী এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় জেলা পরিষদের এক কর্মচারীসহ দুইজনকে কারাদ- প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামানকে ১৫দিনের এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের পুত্র রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।
সূত্রমতে, মীরগঞ্জ খেয়াঘাট ও ফেরিঘাট একই ঘাটে সংযুক্ত। যেখানে যাত্রী ও যানবাহনের কাছ থেকে টোল আদায়ে খোঁদ নিয়ন্ত্রক সংস্থা জেলা পরিষদের কর্মচারীদের অনিয়মের প্রমান পায় ভ্রাম্যমান আদালত। খেয়াঘাটের যাত্রী জনপ্রতি সাত টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিলো।
এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জনকণ্ঠকে বলেন, শুধু রমজান মাসই নয়; জনস্বার্থে এখন থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।