ঈদ-উল ফিতরকে সামনে রেখে শেষসময়ে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার। ঈদের উৎসবের আনন্দকে নতুন ছোঁয়া দিতে পরিবারের সদস্যদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলো।
ঈদের বেচা-বিক্রিতে এখন পুরো ব্যবসায়িক এলাকাজুড়ে কর্মব্যস্ততা বিরাজ করছে। ফুটপাত থেকে শপিংমলে চোখে পরে দোকানিদের ব্যস্ততা। প্রতিবছরের মতো বাহারি ডিজাইনের নানা নামের সব পোশাকে জমে উঠেছে বরিশালের বিপণিবিতানগুলোতে কেনাকাটা। নগরীর চকবাজারের পোশাকের দোকান পালকীর বিক্রয় প্রতিনিধি মোঃ আসিফ বলেন, বাজারে মেয়েদের পোশাকের মধ্যে সারা-রা, গারা-রা, গাউন, টপস, মাছাক্কালী, আনুসকা, চুন্ডি, ইস্তার ও লেহেঙ্গার কদর বেশি। কাপড় ও ডিজাইন ভেদে বাজারে মেয়েদের এসব পোশাকের দাম আড়াই হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। এরমধ্যে ভালো কাপড় ও নকশায় সারা-রা,গারা-রা, মাছাক্কালী, আনুশকা পোশাকের দাম ১৪ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রী সাবিহা আক্তার বলেন, ঈদে নতুন পোশাক কেনার আনন্দই আলাদা। বেশ কয়েক বছর ধরে ভারতীয় পোশাকের কদরই বেশি। অপরদিকে ঈদ বাজারে ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের প্যান্ট, শার্ট, গেঙ্গি, পাঞ্জাবির সমারোহ। বাহারি ধরনের নকশা ও কাপর ভেদে বরিশালের বাজারে দেড় থেকে আট হাজার টাকার মধ্যে রয়েছে পাঞ্জাবির দর। এরমধ্যে হালকা নকশায় সুতির পাতলা কাপড়ের পাঞ্জাবির কদরটাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অপরদিকে পোশাকের পাশাপাশি কসমেটিকস, ওড়না-হিজাব ও জুতোর দোকানেও ভিড় বেড়েছে ক্রেতাদের। ছেলেদের প্রথম পছন্দ চায়নার বিভিন্ন জুতা হলেও মেয়েরা এবার দেশীয় কোম্পানির জুতো বেশি কিনছেন। তবে গজ বা থান কাপড়ের দোকানে ভিড় নেই বললেই চলে। কাটপট্টি রোডের সৈয়দ ক্লথ স্টোরের মালিক অক্ষয় বণিক বলেন, রেডিমেট পোশাক আর অনলাইন শপের কারণে গজ কাপড়ের দোকানে ভিড় নেই বললেই চলে। বরিশাল চকবাজারের শাড়ির দোকান স্বদেশীর মালিক নিখিল দাস বলেন, এবারের ঈদে শাড়ির বাজারে কাতান, সিল্ক, বেলগা কাতান ও জামদানি শাড়ি রয়েছে। এসব শাড়ি ১২শ’ থেকে ১৪ হাজার টাকার মধ্যে বেচা-বিক্রি হচ্ছে।