বগুড়ার জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এর তত্ত্ববধানে আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশ সহ এলাকার প্রায় শতাধিক গরীব ও দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আদমদীঘি থানা চত্ত্বরে শনিবার দুপুরে থানার কর্মকর্তা ইনচার্জ মুনিরুল ইসলাম এই ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপপরিদর্শক ফজলুর রহমান, থানার মুন্সি মাহাবুব আলম প্রমূখ। থানার কর্মকর্তা ইনচার্জ সকল ইউনিয়নের পুরুষ গ্রাম পুলিশ, মহিলা গ্রাম পুলিশ ও সেই সাথে এলাকার দুঃস্থ গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন।