আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত এক পলাতক আসামীসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। আসামীদের শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত-৮৬৮/১৭ (ওয়ারেন্ট) আসামি খরিয়াটি গ্রামের মৃত শাহামত মলঙ্গীর পুত্র সামছুর রহমান মলঙ্গীকে খরিয়াটি বাজার হতে গ্রেফতার কারেন। অপরদিকে এএসআই মোকাদ্দেস হোসেন পৃথক অভিযানে সিআর-৪০৩/১৭ (ওয়ারেন্ট) আসামি কেয়ারগাতি গ্রামের জব্বার গাজীর পুত্র মোঃ ইব্রাহীম গাজীকে গ্রেফতার কারেন।