আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে হচ্ছেটা কি? একের পর এক জাল দলিল, জাল কাগজপত্র দেখিয়ে জমি রেজিস্ট্রীসহ অনিয়ম আর অনিয়মের অভিযোগে অফিসটিকে জনমনে আতঙ্ক ও ভীতিকর অবস্থায় পর্যবসিত করে তুলেছে।
সাব রেজিস্ট্রী অফিস একটি অতি গুরুত্বপূর্ণ ও জনগণের আস্থার স্থান হিসাবে বিবেচিত। যেখানে মানুষের সহায় সম্পত্তির ন্যায্য মালিকানা প্রতিষ্ঠার পবিত্র দায়িত্ব পালনের জন্য সরকার গুরু দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের অধিষ্ঠিত করে থাকেন। কিন্তু সেই পবিত্র স্থান এখন একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত হচ্ছে। ইতঃপূর্বে বহু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একাধিক তদন্তও অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দু’টি দলিল রেজিস্ট্রেশনের ব্যাপারে ব্যাপক তোলপাড় হয়ে গেছে রেজিস্ট্রী অফিস নিয়ে। এবার অভিযোগ উঠেছে ভুয়া বি এস রেকর্ড দেখিয়ে জমি রেজিস্ট্রী করানোর। জাল দলিলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন, শীতলপুর গ্রামের আঃ সাত্তার গাজীর স্ত্রী চায়রণ বিবি, পুত্র জালাল, জলিল, কন্যা ফিরোজা, হাফিজা ও মাহফুজা। দলিল দাতা একই গ্রামের মৃত কোমর উদ্দিন গাজীর পুত্র আবুল হোসেন, কোরবান আলি ও রবিউল ইসলাম। দলিলের স্বাক্ষী ও সনাক্তকারী একই গ্রামের মৃত মহররম আলি গাজীর পুত্র আঃ বারী এবং স্বাক্ষী ধান্যহাটি গ্রামের মৃত তারক চন্দ্র মন্ডলের পুত্র শম্ভু কুমার মন্ডল। জমি ক্রয় করেছেন একই গ্রামের মৃত আঃ ছাত্তার গাজীর পুত্র খলিলুর রহমান। শীতলপুর মৌজায় বিএস খতিয়ান ৩২, ডিপি ৩২ এর সাবেক ২৩০, হাল ১৫২ দাগে বাড়ি শ্রেণির ০৫ শতক, সাবেক ১৬৮ ও ১৬৯, হাল ১৫৪ দাগে বাড়ি শ্রেণির ১০ শতক, সাবেক ১৬৩, হাল ২১৪ দাগে ডাঙ্গা শ্রেণির ২৮ শতক ও সাবেক ১৬৪, হাল ২১৬ দাগে বাড়ি শ্রেণির ১৭ শতক জমির রেকর্ডীয় মালিক আবদুস ছাত্তার গাজী হলেও দাতারা ওই বিএস রেকর্ড জাল করে তাতে তাদের নাম বসিয়ে জাল রেকর্ড তৈরি করে তা দেখিয়ে গত ২৮/০৪/১৯ তাং আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে ১০৯১ নং কোবলা দলিল সম্পাদন করেন। এ ব্যাপারে রেকর্ডীয় মালিক আঃ ছাত্তারের ওয়ারেশগণ দুর্নীতি দমন কমিশন খুলনা ও জেলা রেজিস্ট্রার সাতক্ষীরাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রদান করে সাব-রেজিস্ট্রার আশাশুনি বরাবর অভিযোগ করেছেন। ফলে দাতা, গ্রহিতা, স্বাক্ষী, সনাক্তকারী এবং ডিড রাইটাররা অপরাধ থেকে বাঁচতে দৌড় ঝাঁপ শুরু করেছেন। রেজিস্ট্রী অফিস, দলিল লেখার সাথে জড়িত ও এসব ব্যাপারে খোঁজ খবর রাখেন এমন অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, জন্ম সনদ, ন্যাশনাল আইডি কার্ড, রেকর্ডসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল লেখার কাজের সাথে সংশ্লিষ্ট বিশেষ একটি চক্র জাল ও তঞ্চকীপূর্ণ নকল করে দলিল রেজিস্ট্রী কাজ সম্পাদনের ব্যবস্থা করতে তৎপর রয়েছেন। সেটেলমেন্ট অফিস ও কম্পিউটারে বিশেষ পারদর্শী একটি মহলও একাজে জড়িত বলে তারা অভিযোগ করেন। ফলে তারা রেজিস্ট্রী অফিসে বড় অংকের টাকা চুক্তি করে জাল কাগজপত্র প্রদর্শন করে জালজালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রীর কাজ করে থাকেন। এ ব্যাপারে কেবলমাত্র রেজিস্ট্রী অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত হলে সবক্ষেত্রে সফলতা আসবেনা বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। দুর্নীতি দমন কমিশনসহ পৃথক তদন্তকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত কাজ করে অপরাধী চক্রের ভীত গুড়িয়ে দেওয়ার জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানিয়েছেন। উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাব-রেজিস্ট্রার (অঃ দাঃ) আশাশুনি পার্থ প্রতীম মুখার্জ্জী অভিযুক্তদেরকে তদন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে নোটিশ করেছেন। আগামি ১৬ জুন তদন্ত অনুষ্ঠিত হবে।