আশাশুনি উপজেলার দরগাহপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শ্রীধরপুর ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন ঈদ সামগ্রী বিতরণ করে।
এসোসিয়েশনের পক্ষে কামাল হোসেনের নেতৃত্বে এলাকার ১৬০ জন হতদরিদ্র ও প্রবীন ব্যক্তির হাতে সিমাই, চিনি, দুধ ও বাদামের একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় অ্যাসোসিয়েশনের মোস্তাফিজুর রহমান সবুজ, শামীম, নাছির উদ্দিন গাজী, বাপ্পী, হাফিজুর রহমান, আঃ রাজ্জাক, আঃ খালেক, আলতাফ হোসেন, ফুল প্রমুখ উপস্থিত ছিলেন।