নওগাঁর মান্দায় গ্রামীন অবকাঠামো নষ্ট করা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে নওগাঁ- রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড়ের অদূরে সজল ব্রিকসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসেট্রট ইউএনও খন্দকার মুশফিকুর রহমান।
ইউএনও খন্দকার মুশফিকুর রহমান জানান, ভেকু মেশিনের সাহায্যে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিচ্ছেন সজল ব্রিকসের মালিকআশরাফুল ইসলাম বাবু। এ ছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে করে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। এসব অভিযোগে ওই ইটভাটার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।