নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদদের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্বচ্ছল বক্তির নামে কার্ড প্রদান, ওজনে কম দেওয়া ও একই ব্যক্তির নামে একাধিক কার্ড করে দেওয়ার মাধ্যমে এ সকল অনিয়ম করা হয়েছে।
সরেজমিনে ভিজিএফ এর চাল বিতরণ স্থান নজিপুর সিদ্দিকীয় সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে চাল নিতে আসা উপকারভোগিদের সাথে কথা বলে জানা গেছে তাদের ১৫ কেজির পরিবর্তে ১২-১৩ কেজি করে চাল দেওয়া হয়েছে। একই ব্যক্তিকে ২/৩বার চাল দেওয়া হয়েছে। পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, ২নং ওয়ার্ডের কাউন্সিলর অরুণ পাল ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মজিদ স্বয়ং উপস্থিত থাকলেও এ বিষয়ে তাঁরা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বরং অপরিচিত লোকদের চাল উত্তোলনে তাঁরা সহায়তা করেছেন।
এদিকে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এ সময় একাধিক নামে চাল উত্তোলনের বিষয়ে তিনি পৌর মেয়রের নিকট জানতে চাইলে পার্শ্বে দাঁড়িয়ে থাকা পৌর কর্মচারী মেহেদি হাসান ও চাল গ্রহীতা বহিরাগত রস্তম আলী এক বস্তা চাল ও একটি সাই-সাইকের ফেলে পালিয়ে যায়। পরে পতœীতলা থানা পুলিশ এক বস্তা চাল ও বাই সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীর মতামত জানতে চাইলে তিনি জানান, নজিপুর পৌরসভার ৪হাজার ৬শত পরিবারকে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। এজন্য সরকারী ভাবে ৬৯ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, পুরুষ ও মহিলা কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে কার্ড বিতরণ করায় হয়তো একজন একাধিক কার্ড পেয়ে থাকতে পারেন। চাল আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবী করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম জানান, ভিজিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে জড়িতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ গত বছরও ইদুল ফিতরের আগে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণের সময় নজিপুর পৌরমেয়র এর বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ উঠেছিল। সে সময় মেয়রের নির্দেশে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা চাল পাচারকালে জনতার হাতে আটক হন। যা নিয়ে লংকাকান্ড ঘটেছিল।