নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চবিদ্যালয়ের কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভা আজ শনিবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখের পরিচালনায় সভায় বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মনোনীতসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাজী ইয়ার খান,সারোয়ার আলম,জুনাইদ মিয়া,মোঃ গিয়াস উদ্দিন,মহিলা অভিভাবক সদস্য পারভীন চৌধুরী,দাতা সদস্য সেলিম মিয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মীর রুবিয়া আক্তার। সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীকে কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়।
উল্লেখ্য,১৫ নভেম্বর ২০১৮ সালের ফান্দাউক পন্ডিতরাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নিবার্চন হলেও আইনি জটিলতার কারণে গত ২২ মে‘১৯ কমিটির অনুমোদন দেন শিক্ষাবোর্ড।