ঈদ উপলক্ষে ঝিনাইদহের সামাজিক যোগাযোগ মাধ্যম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে ৩২ জন এতিম শিশুকে নতুন পোশাক, টুপি ও আতর দেওয়া হয়েছে। এছাডাও এই গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে এতিমখানার শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করেন প্রধান অতিথি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।
এছাডাও আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাস্প্দক সাবজাল হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, গ্রুপের এডমিন আবদুর রউফ, ক্রিয়েটর এডমিন শাহরিযার আলম সোহাগ, এডমিন পারভেজ সহ গ্রুপের সকল মডারেটররা।
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের ক্রিয়েটর এডমিন সাংবাদিক শাহরিযার আলম সোহাগ বলেন, আঞ্চলিক ভাষার মাধ্যমে আমরা সামাজিক বিভিন্ন কাজ করে থাকি। রক্তদান, বৃক্ষ রোপণ, গরীব ও দুস্থদের সহাযতা সহ বিভিন্ন সামাজিক কাজে াংশ নিয়ে থাকে গ্রুপের সদস্যগন।