সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্টীর কল্যাণে ঈদ উপলক্ষে ”ইচ্ছা” ফাউন্ডেশনের পক্ষ থেকে কালীগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে কালীগঞ্জ থানা চত্তরে এক অনুষ্টানে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
ইচ্ছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিপিএমবার, পিপিএমবার হাবিবুর রহমানের উদ্যোগে ও উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্টানে ১৬০ টি বেদে পরিবারকে চাউল- ১৫কেজি, আটা-২কেজি, তৈল-২ কেজি, ডাল-১কেজি, চিনি-২কেজি, খেজুর-২ কেজি, নুডুস-১কেজি, লবণ-১কেজি, ছোলা-২কেজি, চিড়া-২কেজি, গুড়া দুধ-১কেজি ও ট্যাংক-৫’শ গ্রামসহ সর্বমোট ৩৩ কেজি ৫’শ গ্রাম করে ঈদ সামগ্রী দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীর সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী এমএম মাহবুব রহমান, গোলাম রব্বানী শেখ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল যশোর, ঝিনাইদহ জেলার এএসপি কনক কুমার দাস ও বেদে সম্প্রাদয়ের প্রতিনিধি হাবিবুর রহমান প্রমূখ। এ অনুষ্টানের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পাড়ার ৯১ টি ও বারবাজার বেদে পল্লীর ৬৯ টি পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়।