ঈদে লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন ও মালপত্র দিয়ে অতিরিক্ত বোঝাই করা যাবে না। ঈদে ঘরমুখো ও ঢাকা থেকে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন নেছারাবাদসহ, হুলারহাট নৌ বন্দর ও পিরোজপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে লঞ্চ পরিচলাকদের এসব কথা বলেন।
আজ দুপুরে পিরোজপুরের নেছারাবাদ,ভান্ডারিয়াসহ হুলারহাট নৌ বন্দর কন্ট্রোলরুম পরিদর্শন কালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার
নেছারাবাদ ও পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় তিনি যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যানের লক্ষ্যে বর্তমান সরকার নিরালসভারে কাজ করে যাচ্ছে। তাই জনগনের জন্য কষ্টদায়ক এমন কোন কাজ বরদাস্ত করা হবে না। ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। বন্দর থেকে লঞ্চ ছাড়ার পর মাঝখানে স্টিমার বা অন্য কোনো মাধ্যমে যাত্রী ও মালপত্র উঠানো যাবে না।নির্ধারিত ধারণক্ষমতার বাইরে যাত্রী ও মালপত্র বোঝাই করা যাবে না। পিরোজপুরের ফেরীঘাট ও নৌবন্দরের ঘাটগুলোতে যাত্রীদের হয়রানি এবং ডাকাতির হাত থেকে রক্ষার জন্য জেলা পুলিশ কঠোরভাবে তৎপর। তাছাড়া পিরোজপুরের ৯টি ঘাটে যাত্রীদের সুবিধার্থে ১ টি করে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পিরোজপুর সদর থানার কর্মকর্তা ইনচার্জ এস.এম. জিয়াউল হক ,হুলারহাট নৌ বন্দর সভাপতি মজনু তালুকদার প্রমুখ।