জেলার দুঁপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় এবার খুন হলেন ,নাঈম (১৬) নামের এক কিশোর। গতকাল শনিবার বাড়ীর নিকটবর্তী স্থানের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।তবে এ ব্যপারে ময়না তদন্তের আগে কোন মন্তব্য করতে রাজী হয়নি পুলিশ।
নিহত নাঈম দূপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
এদিকে হত্যাকান্ডের বিষয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) মিজানুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বার বার ফোন কেটে দেন এবং অজুহাত দেখিয়ে সাংবাদিকদের তথ্য দিতে বিরক্ত প্রকাশ করেন। সমপূর্ন তথ্য নিতে গেলে ২০কিঃমিঃ নিজে গিয়ে সংবাদ এর তথ্য নিয়ে আসতে হবে বলে তিনি এ সময় দাম্ভিকতা প্রকাশ করেন।অভিযোগ দিলে মামলা তদন্ত করা হবে এমনটিও জানান তিনি।
অভিযোগ রয়েছে ,দীর্ঘ দিন ঘুড়ে ফিরে বার বার জেলার বিভিন্ন থানার কতিপয় কর্মকর্তা ইনচার্জ(সার্বিক)দের আচরণ এবং দাম্বিকতার পরিধি এতটাই বিস্তৃতি লাভ করেছে যে, নিদারুন জরুরী কাজ ব্যাতিত কোন সংবাদ কর্মী ওই সব ওসিদের ফোন দিতে চাননা।তারা অন্যান্যের বিষয়ে খোঁজ মেজাজে থাকলেও সাংবাদিক পরিচয়ে কথা বরতে চাইলে তাদের অজুহাত শুরু হয়ে থাকে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাঈম একজন শ্রমিক। আগের দিন সন্ধ্যার পর তাকে ডেকে নেয়া হয়। রাতে তার খোঁজ করে সমভাব্য স্থানে তার খোঁজ করেন তার পরিবার। গতকাল শনিবার সকালে বাড়ীর অনতিদুরে জমি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত্যুর সঠিক কারণ ষ্পষ্ট নয়।
উল্লেখ্য সম্প্রতি একই এলাকার একই ধরনের হত্যাকান্ড সংঘটিত হলেও তার তদন্তে কোন সুরাহা হয়নি।