চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বরিশাল অঞ্চলে। পাশাপাশি উৎপাদিত ধান সরাসরি সরকারের কাছে ভালমূল্যে বিক্রি করার সুযোগ পেয়ে খুশি হয়েছেন কৃষকরা। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার কারণে হাসি নেই দক্ষিণ জনপদের কৃষকদের মুখে।
কৃষকদের দাবি, লক্ষ্যমাত্রা না বাড়ালে খুব অল্পসংখ্যক কৃষকই সরকারের এ উদ্যোগে সুফল পাবেন। আর বাজারেও এর কোনো ইতিবাচক প্রভাব পরবে না। ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় ধান ক্রয়ের উদ্বোধণ করা হয়। অভিযোগ উঠেছে লোক দেখানো ভাবে উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ধান ক্রয়ের কার্যক্রম। উদ্বোধনের পরেরদিন গোডাউনে ধান বিক্রি করতে এসে নিরাশ হয়ে আবার ধান নিয়ে ফিরে গেছেন গৌরনদীর বার্থী এলাকার অসংখ্য কৃষক। তাদের (কৃষক) গোডাউন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, পরবর্তীতে ধান ক্রয় করা হবে, তবে কবে তা জানানো হয়নি।
বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসেব অনুযায়ী, বরিশাল বিভাগে ১২ লাখেরও বেশি কৃষক রয়েছেন। যারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন। রবি ২০১৮-১৯ মৌসুমে বরিশাল বিভাগে মোট বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৬১ হাজার ১২৬ হেক্টর জমিতে। যেখানে এক লাখ ৪৬ হাজার ৮১১ হেক্টর জমিতেই বোরো ধানের (হাইব্রিড, উফশী ও স্থানীয়) আবাদ হয়েছে। আবাদ শেষে বিভাগের ছয় জেলার ধান কর্তন করা হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী এক লাখ ৩৬ হাজার ৬৭২ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। যা মোট উৎপাদনের ৯৩ শতাংশেরও বেশি। আর সেই হিসেব অনুযায়ী এ পর্যন্ত বরিশাল অঞ্চলে পাঁচ লাখ ৮০ হাজার ৭৩৯ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। গড় হিসেবে এরইমধ্যে বরিশাল অঞ্চলে গত বছরের চেয়ে দশমিক তিন ভাগ বেশি উৎপাদন হয়েছে। পুরো হিসেব পেলে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের কাছাকাছি চলে যাবে উৎপাদনের এ লক্ষ্যমাত্রা।
এদিকে বিভাগের ছয় জেলায় সরকারীভাবে সরাসরি কৃষকের কাছ থেকে কেজিপ্রতি ২৬ টাকা দরে মাত্র পাঁচ হাজার ১৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। যেখানে একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান বিক্রি করতে পারবেন। অন্যদিকে কেজিপ্রতি ৩৬ টাকা দরে বরিশাল বিভাগে মোট যে ১৬ হাজার তিনশ’ মেট্রিক টন চাল ক্রয় করা হবে, তাও মিল মালিকদের কাছ থেকেই।
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের কৃষক জলিল হাওলাদার বলেন, সরকারের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রাটা আরও বাড়ানো উচিত। তাহলেই চাতাল বা মিল মালিকরা বাইরের বাজার থেকে বেশি দামে ধান কিনতে বাধ্য হবে। আর এরমধ্য দিয়েই ন্যায্যমূল্য পাবেন কৃষকরা।
আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট এলাকার কৃষক মনি শংকর সরকার বলেন, দরিদ্র কৃষকদের কথা মাথায় রেখে সরকারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও বাড়ানো উচিত। কারণ এত অল্প লক্ষ্যমাত্রায় কৃষকরা তাদের সব ধান দিতে পারবে না। ফলে তাদের লোকসান হবে। অন্যদিকে লক্ষ্যমাত্রা অল্পের কথা জেনেই চাতাল বা মিল মালিকরাও ধান ক্রয়ের ক্ষেত্রে দাম বাড়ায়নি। ফলে স্থানীয় বাজারে এখনও ধানের মণপ্রতি দর পাঁচশ’ টাকার মধ্যেই রয়েছে। এতে ভবিষ্যতে নিজের খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া কেউই ধান উৎপাদন করতে চাইবে না।
দক্ষিণাঞ্চল ধান উৎপাদনের জন্য সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও বাজারে প্রাপ্য মূল্য না পাওয়ায় কৃষকরা ধান চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক তাওফিকুল আলম। তবে সরকারের ধান ক্রয়ের কারণে সময়ের সাথে সাথেবাইরের বাজারেও প্রভাব পরবে বলে আশাবাদ ব্যক্ত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার কৃষকদের কাছ থেকে যেমন সরাসরি ধান ক্রয় করছে তেমনি মিলারদের কাছ থেকেও ন্যায্যমূলে চাল সংগ্রহ করছে। সরকারের এ উদ্যোগের কারণে স্থানীয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। আর লক্ষ্যমাত্রা বাড়ানোর বিষয়টি নিয়ে সরকারেরও চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি (জেলা প্রশাসক) উল্লেখ করেন।
অপরদিকে খাদ্য অধিদফতরের বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রেজা মোহাম্মদ মহসিন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে পাঠানো তালিকা অনুযায়ী আমরা কৃষকদের কাছ থেকে ১৪ ভাগ আদ্রতার ধান ক্রয় করছি। পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে।