ঈদের আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন জেলার মুলাদী উপজেলার সরকারী অফিসের দুই কর্মচারীর পরিবার। এরমধ্যে পুলিশের হয়রানী থেকে রক্ষা পেতে একজন দীর্ঘ একমাস ধরে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অন্যজন নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ন্যায় বিচার পেতে ওই দুই কর্মচারী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজ এলাকা ছেড়ে বরিশাল শহরে আত্মগোপনে থাকা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের ইনফো সরকার-২ প্রকল্পের মুলাদী উপজেলার টেকনিশিয়ান (অনিয়মিত কর্মচারী) বেলাল হোসেন বলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ফোন করে আমাকে তার অফিসে ডাকেন। আমি অফিসে এসে দেখতে পাই ইউএনও, থানার ওসিসহ একদল পুলিশ অফিসে বসে আছেন। আমি অফিসে প্রবেশের সাথে সাথে ইউএনও স্যার আমাকে বলেন, আপনি অফিসের প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। কিছুক্ষণ পর উপজেলা চেয়ারম্যানের কাছে জানায় আমি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছি। পরবর্তীতে আমার স্ত্রীর কাছে ইউএনও জানায় আমি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছি। বেলাল হোসেন আরও জানান, মুলাদী থানার ওসি আমাকে একটি কক্ষে আটকে রেখে হুমকি দিয়ে বলেন-আমি ইউএনও’র চাহিদা অনুযায়ী টাকা জমা না দিলে আমাকে একাধিক পেন্ডিং মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে। ওইসব মামলায় আমাকে জীবনের শেষসময় পর্যন্ত কারাগারে কাটাতে হবে।
বেলাল আরও জানান, পারিশ্রমিক ছাড়া কাজ করতে অনিহা প্রকাশ করায় তার বিরুদ্ধে কখনও ২০ লাখ, কখনও ২৫ লাখ আবার কখনও ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। একপর্যায়ে থানা পুলিশের হয়রানীর মুখে গত একমাস ধরে তিনি নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বেলাল হোসেনের স্ত্রী উপজেলা পরিষদের আওতাধীন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শান্তা বেগম জানান, ইউএনও’র নির্দেশে তার অফিসটিও তালা বন্ধ করে রাখা হয়েছে। এমনকি সন্তানসহ তাকে মুলাদীর বাসায় সরকারী পিয়ন ও নাইটগার্ডের মাধ্যমে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মুলাদী উপজেলার একাধিক জনপ্রতিনিধিরা বলেন, ইউএনও’র অভিযুক্ত বেলাল হোসেন একজন সামান্য অনিয়মিত টেকনিশিয়ান। তার কাছে সরকারী এত বিপুল পরিমান অর্থ থাকার কথা নয়, সেখানে সে (বেলাল) কিভাবে অর্থ আত্মসাৎ করেছে বিষয়টি রহস্যজনক।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, অর্থ আত্মসাতের ব্যাপারে তদন্ত চলছে তাই এখনও সঠিক করে মোট টাকার পরিমান বলা যাচ্ছেনা। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়গুলো পরবর্তীতে গণমাধ্যমকে জানানোর কথা বলে তিনি আর কোন কথা বলতে রাজি হননি।