বগুড়ার শেরপুরে বথুয়াবাড়ী গ্রামে নিজের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জরিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে ৩১ মে শুক্রবার সকাল ৮টার দিকে নজরুল ফকির (৩৫) নামের এক ছ’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের বথুয়াবাড়ী গ্রামের মৃত ছাবের ফকিরের ছেলে ছ’মিল শ্রমিক নজরুল ফকির ৩১ মে শুক্রবার সকাল ৮ টার দিকে বথুয়াবাড়ী বাজার এলাকার পেট্রোলপাম্পের দক্ষিন পার্শে নিজের জমিতে পানির সেচ দিতে যায়। গত পরশু দিনে ঝড়ে শেরপুর-ধুনটের বিদ্যুত সঞ্চালনের তার ডয়ড়ে পরে থাকতে দেখে। সেই তারে নজরুল ফকির জরিয়ে গিয়ে গুরুতর আহত হয়। জমিতে কাজ করা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।