সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সেচ্ছাচারিতা ও কর্তব্য অবহেলায় বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের ৮ জন কর্মচারী ও ৩ শতাধিক শিক্ষার্থীর ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। অভিযোগ, গত ৩ মাস যাবৎ প্রতিষ্ঠানের ইনচার্জ না থাকায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারির বেতন এবং ৩১৪ জন শিক্ষার্থীর ষ্টাইফেন বন্ধ রয়েছে। এদিকে ১৩ মে একজন ইনচার্জকে ঐ পদে পদায়ন করা হলেও তাকে যোগদান করে না নেওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা দেখা দিয়েছে।
এব্যপারে খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার নদী ভাঙ্গন এলাকার জাহানুর দেওয়ান বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের ঝাড়ৃদার পদে চাকুরী করেন। গত মার্চ মাস থেকে বেতন না পাওয়ায় খুবই কষ্টে দিন যাপন করছেন। একদিকে বাড়ি ভাড়া, মাসের খরচ বাড়িতে অসুস্থ মা ও বোনের ওষুধের খরচ চালাতে গিয়ে তিনি ৩ মাসে অনেক টাকা লোন করে ফেলেছেন। এ প্রতিষ্ঠানের এমএলএসএস(পাহাড়াদার) মোঃ সুমন মিয়া জানালেন ৩ মাস যাবৎ বেতন ভাতা না পাওয়ায় ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। অফিসারদের বেতন ঠিকই হয় কিন্তু পানি সব সময় নিচের দিকে গড়ে বলেই ছোট কর্মচারিদের কথা কেউ ভাবে না। বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ফারজানা আক্তার জানালেন গত ৩ মাস যাবৎ বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় খুবই কষ্ট করে সংসার খরচ চালিয়ে আসছি। আর কয়েকদিন পরেই অনেক প্রতিক্ষার ঈদ উদযাপিত হবে। একমাত্র সন্তানকে ইচ্ছামত পোষাকসহ অন্যান্য জিনিষ ক্রয় করে দিতে না পারায় মানষিক যন্ত্রনায় আছি। এ প্রতিষ্ঠানের কুক মশালচী লাইলী খাতুন বলেন, বেতন না পাওয়ায় মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সংসার খরচ চালিয়ে যাচ্ছি। তবে মানুষ আর ঋণ দিতে চায় না। ঈদ ঘনিয়ে এলেও আপনজনদের জন্য কোন কিছুই ক্রয় করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের গাড়ি চালক মোঃ সাইফুল ইসলাম বলেন তিন মাস যাবৎ বেতন বন্ধ থাকায় একদিকে সংসার খরচ অন্যদিকে ছেলের পড়ার খরচ চালিয়ে যেতে তিনি হিমশিম খাচ্ছেন। এমএলএসএস মোঃ সুরুজ্জামান ও চান মিয়া জানালেন আমরা যে পদে চাকুরী করে মাসে যে টাকা বেতন পাই তা প্রতিমাসেই শেষ হয়ে যায়। তিন মাস যাবৎ বেতন না পেয়ে দোকানে বাঁকি আর মানুষের কাছ থেকে ধার-দেনা করে কোন রকম সংসার চালিয়ে যাচ্ছি।
বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউট সূত্রে জানাগেছে এ প্রতিষ্ঠানে সর্বশেষ গত ১৫ জানুয়ারী লুৎফুন্নেসা নার্সিং ইন্সষ্ট্রাক্টর ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের প্রায় এক মাস পরে তার পদায়ন হলে তিনি বগুড়া নার্সিং কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে পদটি শূণ্য থাকায় সাময়িক কাজের জন্য নার্সিং ইন্সষ্ট্রাক্টর মোছাঃ মুস্তা নুর সুলতানাকে সাময়িক দায়িত্ব প্রদান করা হয়। তবে তাকে আর্থিক ক্ষমতা প্রদান না করায় এ ইন্সষ্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের ষ্টাইফেন গত মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায়। এ ইন্সষ্টিটিউটের অচলাবস্থা কাটিয়ে উঠতে গত ১২ মে নার্সিং ও মিডওয়াইফারি ঢাকার মহাপরিচালক(অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক পত্রে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাসিনা মমতাজ (বর্তমানে সংযুক্তিতে নার্সিং ইন্সষ্টিটিউটের নার্সিং ইন্সষ্ট্রাক্টর ) কে নিজ বেতনক্রমে বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটে নার্সিং ইন্সষ্ট্রাক্টর পদে পদায়ন করা হয়। তার পদায়নের আদেশ হবার পর থেকেই একটি প্রভাবশালী মহল ঐ বদলী আদেশ প্রত্যাহার করতে তৎপর হয়ে ওঠে। তারা শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে আন্দোলনে নামিয়ে দেয়। শিক্ষার্থীরা হাসিনা মমতাজের বদলী আদেশ প্রত্যাহার এবং ঐ পদে মুস্তা-নুর সুলতানাকে প্রদানের দাবিতে ক্লাস বাদ দিয়ে প্রায় সপ্তাহ ব্যাপী মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ছাড়াও তারা ডিজি বরাবর স্মারকলিপি হাসপাতালের তত্বাবধায়কের মাধ্যমে প্রেরণ করে।
এদিকে গুড়া নার্সিং ইন্সষ্টিটিউটে পদায়ন হওয়া নার্সিং ইন্সষ্ট্রাক্টর ইনচার্জ হাসিনা মমতাজকে যোগদানে বাধা ও ছাত্রীদের লেলিয়ে দেয়ার অভিযোগ উঠে ইন্সষ্ট্রাক্টর মুস্তা নুর ও রহিমা খাতুনের বিরুদ্ধে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠান। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকার মহা পরিচালক(অতিরিক্ত সচিব) তন্দ্রা শিক্দার স্বাক্ষরিত এক আদেশে বলা হয় বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের জন্য পদায়নকৃত নার্সিং ইষ্ট্রাক্টর ইনচার্জ হাসিনা মমতাজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ অমান্য করে ঐ আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার নিমিত্তে আপনি মুস্তা-নুর সুলতানা ও রহিমা খাতুন নার্সিং ইষ্ট্রাক্টর কর্তৃক ওই নার্সিং ইন্সষ্টিটিউটের ছাত্রীদেরকে লেলিয়ে দিয়ে ইন্সষ্টিটিউটে বিশৃঙ্খলাসহ প্রশাসনিক জটিলতা সৃষ্টি করছেন। এমতাবস্থায় এ বিষয়ে মুস্তা নুর সুলতানা ও রহিমা খাতুনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার বরাবর ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
তার পরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রাজশাহী বিভাগীয় কর্মকর্তা(এডি) ফেরদৌস আরা বেগম বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের ঘটনা তদন্তে আসেন্। তিনি সংশ্লিষ্ট সব মহলের সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করে চলে যান। এদিকে ঐ প্রভাবশালী মহল শিক্ষার্থীদের দিয়ে পুনরায় আড়াইশ’ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক বরাবর একটি আবেদন করায়। যাতে হাসিনা মমতাজের যোগদান বিলম্বিত করা যায়্। ঐ আবেদনে বলা হয় গত ২৩ মে রাজশাহী থেকে আগত এডি ্ মহোদয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে গেছেন যে তদন্তের ফলাফল শিক্ষার্থীদের পক্ষেই যাবে। তোমরা এই তদন্তের ফলাফল না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের পরিবেশ শান্ত রাখবে। অতএব হাসিনা মমতাজকে যোগদানের জন্য কোনো ছাড়পত্র প্রদান না করার অনুরোধ জানানো হয়। এ আবেদন প্রদানের পর হাসিনা মমতাজের যোগদান আরো পিছিয়ে যায়। আর এ ভাবেই কালক্ষেপণ করার ফলে এ প্রতিষ্ঠানের ৩শ’ ১৪ জন শিক্ষার্থী তাদের তিন মাসের ষ্টাইফেন ও ৮ জন কর্মচারী তিন মাসের বেতনসহ ঈদ বোনাস না পাওয়ায় তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।
বগুড়া নার্সিং ইন্সষ্টিটিউটের ইন্সষ্ট্রাক্টর ইনচার্জ হাসিনা মমতাজের যোগদানে কালক্ষেপনের কারণ, শিক্ষার্থীরা ষ্টাইফেন ,কর্মচারিরা বেতন-ঈদ বোনাস না পাওয়া সম্পর্কে জানতে চাইলে আড়াইশ’ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান বলেন, ইনচার্জ না থাকায় ঐ প্রতিষ্ঠানের কর্মচারিরা বেতন-বোনাস পায়নি। গত ১৩ তারিখে হাসিনা মমতাজের আদেশ হলেও তার যোগদানের বিলম্ব সম্পর্কে তিনি বলেন গত দুইদিন আগে তিনি আবেদন করেছেন। আজ শনিবার তিনি যোগদান করবেন।