‘বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়নের সুফল মাত্র পাঁচ শতাংশ মানুষের পকেটে যাচ্ছে। ফলে সমাজে বৈষম্য বাড়ছে। আর এই বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে না।’ শুক্রবার (৩১ মে) সকালে ছাত্রমৈত্রীর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার প্রয়াত সভাপতি শহীদ জামিল আক্তার রতনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর আয়োজিত এক ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
রামেক প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেই ঐক্যতে আমরা বিএনপি-জামায়াত সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে ক্ষমতায় বসিয়েছি। এই সরকারকে ক্ষমতায় বসানোর লড়াই সংগ্রামে ছাত্রমৈত্রী ও ওয়ার্কার্স পার্টির অবদান রয়েছে অনেক গুরুত্বপুর্ণ।’
টানা তিনবারের এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রাদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমরা দেখেছিলাম। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ছিল শোষণহীন ও সমাজতান্ত্রিক বাংলাদেশের। তাই জামিল আক্তার রতনের এই আতœত্যাগ যেন বৃথা না যায় তার জন্য আমাদের কাজ করতে হবে।’
সমাবেশের আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রামেক ক্যাম্পাসে শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ জামিল আক্তার রতন ফাউন্ডেশন, ওয়ার্কাস পার্টি ও ছাত্রমৈত্রীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্র্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সম্পাদকম-লীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ছাত্রমৈত্রীর সাবেক নেতা রাজশাহী সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমার মতি, শহীদ জামিল আক্তার রতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চুন্না মোর্শেদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে সাম্প্রদায়িকতা, পুঁজিবাদ ও সামরাজ্যবাদ বিরোধী একটি র্যালি বের করে রামেক ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে ফজলে হোসেন বাদশা ছাড়াও মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি এএইচএম জুয়েল খান ও সাধারণ সম্পাদক স¤্রাট রায়হানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।