ছাদে চাষ করা এক কেজির ওজনের গাজা গাছসহ মীর আরিফুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের বাসিন্দা মীর আব্দুল হাইয়ের পুত্র।
র্যাব-৮ এর সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় পাঠানো তথ্যে জানা গেছে, গাঁজা গাছের চাষ করে মাদক ব্যবসা চালিয়ে আসার গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফুর রহমানকে আটক করার পর তার স্বীকারোক্তিতে নিজস্ব পাঁকা একতলা বাড়ির ছাদে মাটির টবে লাগানো গাজা গাছ উদ্ধার হয়। যার ওজন প্রায় এক কেজি। এ ঘটনায় বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদি হয়ে আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।