ঈদ বাজার জমে উঠলেও রমজানের শেষ মূহূর্তে প্রচান্ড গরমে অতিষ্ঠ মানুষ। তীব্র তাপমাত্রায় ঈদের মার্কেটে কেনা-কাটায় ক্রয়তারা বের হচ্ছেন না ঘর থেকে। দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যান্ত নেছারাবাদের (স্বরুপকাঠি) ঈদ মার্কেটের বিপণী বিধানগুলোতে প্রায় ক্রয়তা শূণ্য হয়ে পড়েছে। আবার তীব্র তাপমাত্রায় থাকছে না বিদ্যুৎ ক্লান্ত হয়ে পড়ছে রোজাদার মানুষগুলো, দিশাহারা হয়ে পড়ছে বিপণী বিধানসহ বিভিন্ন দোকান ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে রাস্তাঘাটে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচল কমে যাচ্ছে। পিরোজপুরের নেছারাবাদের বিভাগীয় শহর বরিশালে তাপমাত্র ৩৪.১২ থেকে ৩৭.১৪ ডিগ্রি সেলসিযাসে ওঠানামা করলেও এ অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় অনুভুত তাপমাত্রা আরও ৬-৭ ডিগ্রি বেশী বলে ধরণা করা হচ্ছে। নেছারাবাদের বিভাগীয় শহর বরিশাল হওয়ায় এখানের একই তাপমাত্রা বিরাজমানের মাঝে প্রতিদিন ৭-৮ ঘন্টা লোডশেডিং থাকায় ঈদ মার্কেটে আসা ক্রয়তারা প্রায়ই অসুস্থা হয়ে পড়ছে। তবে প্রশাসনিক নিরাপত্তা থাকায় সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যান্ত ঈদসামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছে ক্রয়তারা। নতুন পোশাকে নিজেকে সাজিয়ে নিতে শিশু,কিশোর, যুবসহ সব বয়সের মানুষ সাধ ও স্বাদ্বের মধ্যে পছন্দের পোশাক কিনতে পেরে খুশী সাখারণ মানুষ। গভীর রাত পর্যান্ত নারী-পুরুষসহ সব বয়সী মানুষের পথচারণার ভিড়ে মুখর হয়ে উঠছে নেছারাবাদের (স্বরুপকাঠি) বিপণী বিধানগুলো।