বোঝার মতো বয়স না হলেও ছোট্ট মেয়ে তেহা জামান থেমে থেমে কাঁদছে। একটু পর পর বাবার খোঁজ করছে। বড় মেয়ে সুমাইয়া আকতার মায়ের কাছে জানতে চাইছে, বাবার কি হয়েছে? বাকরুদ্ধ মায়ের কাছে নেই কন্যার প্রশ্নের কোন উত্তর। চিরদিনের জন্য জন্মদাতা বাবার কোল হারিয়ে ফেলার টানটা বোধহয় এমনই। নিয়তি যেন চরম নির্দয় আচরণ করলো রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট এ্যন্ড বিএম কলেজের শিক্ষক আসরাফুজ্জামান সুমনের দুই শিশু কন্যার। শিক্ষক আসরাফুজ্জামান সুমন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলহাজ্ব আবু তাহের উদ্দিনের ছেলে।
বুঝে উঠার আগেই হারিয়ে ফেলল বাবার স্নেহমোথিত কোল। শিক্ষক আসরাফুজ্জামান সুমন গত সোমবার সকাল সাড়ে ১০টা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। প্রতিষ্ঠানের সহকর্মীসহ এলাকার মানুষের মধ্যে দুই শিশু এতিম হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল শুক্রবার সকালে শিক্ষক আসরাফুজ্জামান সুমনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খেলা করছে শিশু কন্য তেহা জামান। চার দিন আগে বাড়ি থেকে চিরবিদায় নিয়েছে বাবা, সে বোঝেনা। তাই দাদা-দাদী, ফুপু, চাচাতো বোন আর মাকে দেখলেই শিশুটি বাবার খোঁজ করছে। বড় মেয়ে সুমাইয়া আকতার পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করে। ছোট মেয়ে তেহা জামান সবে হাঁটতে শিখেছে।
শিক্ষক আসরাফুজ্জামান সুমন ২০১৮ সালের ১০ অক্টোবর পুরাতন ঋণ শোধ করার জন্য সোনালী ব্যাংক বাঘা শাখা থেকে থেকে ৫ লাখ ঋণ উত্তোলন করে বাড়ি ফিরছিল। এ সময় বাঘা-লালপুর সড়কের তিন খুঁটি নামক স্থানে ছিনতাইকারী কবলে পড়েন। মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে দিনে দুপুরে তার টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারী। এলাকাবাসীরা ছিনতাইকারীদের ঘেরাও করে মাইক্রোবাসসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক হয়। মাইক্রোবাসসহ ছিনতাইকারী ধরা পড়লেও পুলিশ সেই টাকা উদ্ধার করতে পারেনি। ঋণ শোধ করার জন্য ওই শিক্ষককে আবারও ঋণ করতে হয়। এই চাপ সহ্য করতে না পেওে হার্ডস্টোকে আক্রান্ত হয়ে মারা যান শিক্ষক আসরাফুজ্জামান সুমন।
বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট এ্যন্ড বি,এম কলেজের শিক্ষক রবিউল ইসলাম জানান, দুটি শিশুর এতিম হওয়া খুবই কষ্টের। বাবার মৃত্যুতে অবুঝ দুই শিশুর ভবিষ্যত অন্ধকার হয়ে গেল। আসরাফুজ্জামান সুমন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট এ্যন্ড বি,এম কলেজের শিক্ষক। তিনি ২০১৩ সালে এপ্রিল মাসে এমপিও ভুক্তি হন। ফলে ভালোই চলছিল তাদের সংসার।
এ বিষয়ে সুমনের পিতা আবু তাহের উদ্দিন ছেলের কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠে বলেন, আমার ছেলে ঋণের চাপ সহ্য করতে পারেনি। একটা ঋণ শোধ করতে আরেকটি ঋণ করেছিল। ছেলে দিশেহারা হয়ে পড়েছিল। টাকা ছিনতাইয়ের পর একজন ধরা পড়ে। তার কাছে থেকে চারটা মোবাইল ফোন পাওয়া যায়। মাইকোবাসের মালিক আদালত থেকে তার মাইক্রোর জামিন করে নিয়েছে। মাইক্রোর চালকসহ আরেকজন আসামি গত বছরের ৩০ আগস্ট ঢাকার ধামরাইয়ে ধরা পড়লো। তাদের রিমান্ডে লালপুর থানায় আনা হলো, কিন্তু তাদের টাকা উদ্ধার হলো না। এই টাকা উদ্ধারের জন্য ছেলের সঙ্গে আমি নাটোরের পুলিশ সুপারের কাছে গিয়েচিলাম। একজন আইজিপির কাছে গিয়েছিলাম। থানায় ফোন দিলে ওসি বলেন, ব্যবস্থা করছি স্যার। থানায় গেলে ওসি মাইক্রোর মালিককে ফোন করে বলেন, ‘টাকার জোগাড় হলো ? গরিব কলেজ শিক্ষক এসে বসে আছেন। ফোন ছেড়ে দিয়ে তাকে বলেন, চাচা, বাড়ি ফিরে যান। যারা ছিনতাইকারী-সন্ত্রাসী তারা কখনো টাকা ফেরত দেয় না।’
বাবা তাহের উদ্দিন বলেন, ঋণের টাকার কারণেই তার ছেলে ‘হার্ট অ্যাটাকে’ মারা গেল। হাসপাতালে নেয়ার সময় পাওয়া গেল না। রাস্তার মধ্যেই ছেলে চলে গেল। তিনি বলেন, ছেলের দুটি মেয়ে সন্তান থাকল। এদের নিয়ে তিনি কিভাবে মানুষ করবেন বুঝতে পারছেন না।
বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট এ্যন্ড বি,এম কলেজে অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ভাগ্যের নির্মম পরিহাস, এটা আল্লাহ তালায় ভালো জানেন। আমি ও আমার সহকর্মীদের নিয়ে অসহায় স্ত্রী ও শিশু বাচ্ছা দুটির পাশে থাকবো।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম বলেন, শিক্ষক আসরাফুজ্জামান সুমনের টাকা উদ্ধারের বিষয়ে তৎপর রয়েছি। শুনেছি ওই শিক্ষক হার্ডস্টোকে আক্রান্ত হয়ে মারা গেছে।