লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে প্রতিপক্ষের লোকজনে বিধবা জাহানারা বেগমের বসতঘর ঘরে সামনে –পিছনে ব্যারিকেট সৃষ্টি করায় বিধবা পুত্রবধুকে নিয়ে বন্ধিদশা মানবেতর জীবন-যাপন করছে।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় বিধবার জরাজীর্ন বসতঘরের সামনে মাটির স্তপ ও গোয়অল ঘর এবং পিছনে গাছের ডাল-পালা দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে রেখেছে পার্শ্ববর্তি বসতঘরের নুরুলআমিন ও তার পুত্ররা।
সুত্রে জানায়,উপজেলার ভাটিয়ালপুর গ্রামের বড় জমাদার বাড়ির অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল নুরুল আমিন এবং তার সন্তানেরা পাশাপাশি বসতঘরের নুর মোহাম্মদ মারা যাওয়ার পরেই তার সম্পত্তি আত্মসাত করতে মরিয়াহ হয়ে উঠে। নানা অজুহাতে নিহতের স্ত্রী জাহানারা বেগমের উপর নির্যাতন চালায়। হতদরিদ্র বিধবা জাহানারা স্বামীর বসতঘর এবং সম্পত্তি রক্ষার্থে এলাকার গন্যমান্য ব্যক্তিদের ধারস্থ হলেও প্রতিকার পাচ্ছে না। বিধবা জাহানারা বেগম বলেন,কয়েক মাস পুর্বে একই জায়গা গোয়ালঘর নির্মান করলে ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব এসে ভেঙ্গে দিয়ে যায়। বিধবার দেবর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম বলেন,কয়েক মাস পুর্বে নুরুল আমিন বাদি হয়ে বাড়ির আবু ছিদ্দিকের বিরুদ্ধে থানা একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের ভিত্তিতে স্থানীয় মেম্বার রুহূল আমিন কালু,মাতাব্বর আলী আক্কাস,গোলাম মোস্তফা,ওহাব ফারুকের নেতৃত্বে বৈঠক বসে। বৈঠকে শাসিলদাররা অভিযোগের বাদি-বিবাদির সমস্যা সমাধান না করে জায়গা সংকুলার অজুহাতে বিধবা জাহানারা বেগমকে অন্যত্বে সরে যাওয়ার নিদের্শ দেয়।এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নুরুল আমিন বলেন,বিধবার বসতঘর আমার ক্রয়কৃত সম্পত্তির উপর। দখল ছেড়ে না দেওয়ার কারনেই তাদের চলাচল বন্ধ করে অনেকটা গৃহবন্ধি করে রেখেছি। স্থানীয় ওয়ার্ড মেম্বার রুহুল আমিন কালু বলেন,বিধবা জাহানারা হতদরিদ্র হওয়ার সুযোগে নুরুল আমিন ও তার সন্তানেরা বিধবার পরিবারের উপর অত্যাচার করছে। করপাড়া ইউপি আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন,বিধবার পরিবারকে গৃহবন্ধি করে রাখা অমানবিক। এব্যাপারে আমি গ্রামের লোকজন এমনকি প্রয়োজে পুলিশের সহযোগিতা নিয়ে ন্যায় সংগত ভাবে বিধবার পরিবারে দাঁড়াবো। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ( ওসি তদন্ত) মোঃ এমদাদ হোসেন বলেন,নুরুল আমিন বিধবা পরিবারকে গৃহবন্ধি করে রেখেছে তা নয় থানা একাধিক অভিযোগ দিয়েও হয়রানী করছে।