কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উত্তর বড় ছড়াই শুক্রবার সাড়ে ১০টার দিকে হাতধুয়া কান্দির ব্রীজে অটো বাইকটি উঠতে গিয়ে ঐ অটোর আরোহী গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ মনির হোসেন (২৫) ও অন্য সদস্য জাকির হোসেন (৩৫) আহত হয়। মনির হোসেন কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় পুলিশ অটো বাইকের চালক আরমান মিয়া (৩৫) কে আটক করেছে। গোবড়িয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন বিডিয়ার জানান, ১টি অটো বাইক নিয়ে দুইজন গ্রাম পুলিশ সদস্য থানায় সাপ্তাহিক হাজিরা দিতে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। এই ব্যাপারে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই তালুকদার এই ঘটনার সত্যতা স্বীকার করেন।