বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে মাদক সেবনকারীরা। আহত অবস্থায় ২ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের।
মাদক সেবনে আহত আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে মাদক সেবনকারী শুভ হাওলাদার তার বন্ধু একই এলাকার নাছির হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার, মীরাজুল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার ও রমিজ হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার তারা সবাই সন্ধ্যার পরে শুভর ঘরে গিয়ে ইয়াবা সেবন করতে ছিল।এসময় আনোয়ার হোসেন ইয়াবা সেবনের ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে শুভর ঘরে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পায়। এতে ক্ষিপ্ত হয়ে শুভ, নাহিদ, শাওন ও সাব্বিরসহ ২০/২৫ জন মিলে আনোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৭) কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহয়তায় আহতদরেকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই আনোয়ার হোসেন বাদী হয়ে উল্লেখিত মাদক সেবনকারীদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এব্যপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) জানায় মামলার প্রস্তুতি চলছে।