বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত বখাটেরা দশম শ্রেণীর এক ছাত্রীর পা ভেঙ্গে দিয়েছে। বখাটের হামলা ঠেকাতে গিয়ে ওই ছাত্রীর চাচী সেলিনা বেগম ও চাচাত ভাই সোহেল বেপারীও গুরুর আহত হয়ে । আহত স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলা কারিরা প্রভাবশালি হওয়াতে স্কুল ছাত্রীর পরিবার ভয়ে মামলা করতে পারছেনা।
হাসপাতাল ও স্কুল ছাত্রীর চাচী নিলুফা বেগম জানান, সোমবার বিকেলে উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মনু বাড়ৈর পালিত কুকুরে স্কুল ছাত্রী সুমীর চাচাতো বোনকে তারা করে। তার প্রতিবাদ করাতে মনু বাড়ৈর ভাতিজা তমাল বাড়ৈ ও তার সহযোগিরা মিলে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমীর উপর হামলা চালিয়ে তার পা ভেঙ্গে দেয়।
এসময় হামলা কারিদের হাতে সুমীর চাচী সেলিনা বেগম ও চাচাত ভাই সোহল বেপারীও হামলায় আহত হয়ন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুমীর পরিবার অতিদরিদ্র হওয়াতে স্থানীয়দের সাহায্যে সুমীর চিকিৎসা চলছে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এ ঘটনার বিচার দাবী করেন।