আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) মানিকখালী খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আশাশুনি সদরের মানিকখালী ফেরীঘাটের কাছে খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করার অপরাধে বালি ও মাটি উন্নয়ন আইন- ২০১০ এর ৫/১ ধারায় খোরশেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।