নওগাঁর মান্দায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
সভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম প্রামানিক, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী শাহ্ মো. শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
বাজেট ও ইফতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মিসহ সুধীজন অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের ৪ কোটি ৩২ লাখ, ২৬ হাজার ১৯৯ টাকার বাজেট উপস্থাপন করা হয়। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।