বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (মে ৩০) বিকেল ৪টার দিকে মিরপুরের হোম অব ক্রিকেটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। বিসিবি সূত্রে জানা যায় বিসিবি কার্যালয়ের তিন তলায় টুর্নামেন্ট কমিটির কক্ষের পাশে স্টোর রুমে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘বিকালের দিকে ভবনের তিন তলায় টুর্নামেন্ট কমিটির কক্ষের পাশে স্টোর রুমে শর্টসার্কিটের মাধম্যে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। তেমন কোনো ক্ষতি হয়নি।’৪টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।