নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদামে অবৈধভাবে মজুদ করা ২২ মেঃটন গম কেলেঙ্কারির ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানকে অবশেষে সান্তাহার সিএসডিতে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে। বুধবার বিকেলে ওই কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়।
পতœীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সুত্রে জানা গেছে,,চলতি বছরের ১৯ এপ্রিল সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে গম কেনা শুরু করে। নিয়ম অনুসারে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের নির্দেশনা থাকলেও খাদ্যগুদাম কর্মকর্তা মশিউর রহমানের সহযোগীতায় দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ ও স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা সেই গম সরবরাহ করেন। ২৭ মে সোমবার রাত দশটার দিকে কৃষকের নাম করে সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে গম মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালায় ইউএনও মো.শরিফুল ইসলাম। এ সময় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে আনা ২২ মেট্রিকটন গমসহ একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ২০- ৩৭৩৫ ) তিনি আটক করেন। এরপর তিনি বিষয়টি তদন্ত করে খাদ্য বিভাগে চিঠি দেন ব্যবস্থা গ্রহণের জন্য। পরবর্তী সময়ে জেলা খাদ্য বিভাগের তদন্তে বিষটি ধরা পড়ায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানকে বুধবার বিকেলে সান্তাহার সিএসডিতে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে খাদ্য বিভাগের একাধিক সূত্র। এ বিষয়ে মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রত্যাহারের বিষয়টি স্বীকার করেন।
পতœীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আরমান আলীর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গম নিয়ে অনিয়মের বিষয়টি ধরা পড়ায় ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এরইমধ্যে তাঁকে তাৎক্ষনিক বদলির আদেশ দেওয়া হয়েছে।