রাজশাহীর তানোর উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে শ্বাশুড়িকে হত্যার পর মাটিচাপা দিয়ে নির্মম ও কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করেছেন পূত্রবধূ। আর হত্যাকান্ডের ঘটনাটি নিজেই প্রকাশ করেছে ঘাতক পূত্রবধূ সখিনা বেগম । তবে শ্বাশুড়ি মোমেনা বেগমকে হত্যা ও মাটিচাপা দেয়ার ঘটনাটি নিজের পরিবারের কারোরই কাছে নয়, জানিয়েছিল সই কে । পুলিশী জিজ্ঞাসাবাদে এমনটিই বর্ণনা দিয়েছে ঘাতক সখিনা। এ ঘটনাটি বর্তমানে ওই উপজেলাসহ রাজশাহী অঞ্চলে ‘টক অব দ্যা রাজশাহী’ পরিণত হয়েছে। ঘাতক ওই পূত্রবধূকে নিয়ে সকল শ্রেণী পেশার মধ্যে শুরু হয়েছে সমালোচনা ও নিন্দার ঝড়।
এ ঘটনায় তানোর থানার কর্মকর্তা ইনচার্জ খাইরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, ‘বুধবার সকালে নিজ বাড়িতে ঝগড়ার একপর্যায়ে শ্বাশুড়ি তার গৃহবধূকে মারপিট করে। পরে দুপুরে শ্বাশুড়ি ঘুমিয়ে গেলে প্রতিশোধ নিতে বাঁশ দিয়ে শ্বাশুড়ি মোমেনার মাথায় আঘাত করে গৃহবধূ সখিনা। তখন শাশুড়ি মারা গেলে ঘটনার ধামাচাপা দিতে বাড়ির আঙিনা গর্ত করে স্বামী মোস্তাফিজুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মোমেনাকে মাটি চাপা দেন সখিনা। এরপর শ্বাশুড়িকে মাটিচাপা দেয়ার ঘটনাটি পাশের বাড়ির অপর গৃহবধূকে বিশ্বাস করে বলে গৃহবধূ। এরপর বিষয়টি প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় স্থানীয় পৌরকাউন্সিলর আবুল বাশারসহ প্রতিবেশীরা গিয়ে ঘাতক সখিনাকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে ঘাতকের দেয়া বিবরণ মতে লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে এ ঘটনায় নিহত মোমেনা বেগমের ভাই আবদুল হালিম ভুট্টু তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সখিনাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আর ময়না তদন্তের জন্য মমেনার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।’
এদিকে এমন নির্মম ও কলঙ্কজনক ঘটনার সৃষ্টিকারী গৃহবধূ সখিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী করেছেন এলাকাবাসী।