নওগাঁর মান্দায় আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, মনোজিৎ কুমার সরকার, রফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামশুল ইসলাম বাদল, শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম সোরয়ার স্বপন, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার এনামুল হক ও আবদুল মালেক, উপজেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম দুলাল প্রমুখ। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।