নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় ২ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৯৩৭ টাকার বাজেট উপস্থাপন করেন পরিষদ সচিব অভয় কুমার কবিরাজ।
এ উপলক্ষে পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু তালেব, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক আমিনুল ইসলাম মন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, শরিফুল ইসলাম বেলাল, জালাল উদ্দিন খান, শেফালি আক্তার বানু প্রমুখ।
সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য ২ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৯৩৭ টাকার বাজেটে যোগাযোগ খাতে ৪৬ লাখ ৭ হাজার, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫ লাখ, ভৌত অবকাঠামো খাতে ৬ লাখ ৮০ হাজার, পানি সরবরাহ খাতে ৪ লাখ, কৃষি ও সেচ খাতে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।