কৃষক বাঁচাও- দেশ বাঁচাও। ধান কাঁটা শ্রমিক নয় কৃষক চান ন্যায্য দাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়নে ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা এবং খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে গম ক্রয়ে লটারির নামে অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন মোটা ধানমন প্রতি ১১’শ টাকা, চিকন ধান মন প্রতি ১৩’শ টাকা সরকারি ভাবে ক্রয় করতে হবে।কৃষকদের জন্য দ্রুত শস্যবীমা চালু করতে হবে। পচনশীল কৃষি পণ্যের জন্য সরকারিভাবে হিমাগার তৈরি সহ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয় সরকারি উদ্যেগে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি কৃষি পণ্যের লাভজনক মূল্য কৃষকরা যাতে পায় তা সুনিশ্চিত করার সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে উপজেলা চত্ত্বরে মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতি বাবুগঞ্জ উপজেলা নেতাকর্মীরা। উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মাষ্টারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, ওয়াকার্স পার্টির উপজেলা সম্পাদক টি এম শাহাজাহন তালুকদার, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ নেতৃবৃন্দ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার এর নিকট প্রধানমন্ত্রী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।