জনগণের অংশগ্রহণ টেকসই উন্নয়নের চাবিকাঠি সরকারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের পার্শ্বে ডাক বাংলো প্রঙ্গনে বাজেট অনুষ্ঠানে ১৭ কোটি ৩ লক্ষ ২৫ হাজার ১৯৬ টাকা আয় ও ১৭ কোটি ৩ লক্ষ ৩০ হাজার ৭ শত ৯৬ টাকা ব্যায় রেখে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাইমিনুল ইসলাম। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেল আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খাঁন রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান পিন্টু, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য রেবেকা সুলতানা, ইউপি সদস্য মারুফ উল হাসান শিপলু খান, ফেরদৌস রহমান, রুহুল আমিন, শাহাজাহান আলী, সেলিম খান, মোস্তাফিুর রহমান তালুকদার প্রমুখ। আলোচনা শেষে ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়-দুস্থ পরিবারের মাধ্যে (ভিজিএফ) চাল বিতরন করা হয়।