গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ’তথ্য আপা” প্রকল্পের আওয়ায় আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২)এর আওতায় হাতে নেয়া হয়েছে ’তথ্য আপা” প্রকল্প। বুধবার বিকেলে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা মাহবুবা শিকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক মো.আবুল কালাম আজাদ, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, সংরক্ষিত নারী সদস্য পবিত্র রানী বাড়ৈ। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত। বৈঠকে গৈলা মডেল ইউনিয়নের ৫০জন নারী অংশগ্রহণ করেন।